ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৮-২৭ ১৮:১৪:৫২




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৮-২৭ ১৮:১৪:৫২




প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করল রাশিয়া

প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করল রাশিয়া


রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া। ডিএনএ পরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।


এর আগে গত বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাশিয়ায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছিলেন। সেই উড়োজাহাজের যাত্রীদের তালিকায় নাম ছিল প্রিগোজিনের। মরদেহের ডিএনএ পরীক্ষায় প্রিগোশিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আজ রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তদন্তকারী কমিটি (এসকে)।


বিবৃতিতে আরও বলা হয়েছে, সবগুলো মরদেহের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে নিহত সকলের মরদেহ শনাক্ত করা হয়েছে। ফ্লাইটের লিস্টে যাদের নাম ছিল তারাই মারা গেছেন দুর্ঘটনায়।


বিমানটিতে আরোহীর তালিকায় প্রিগোজিন ছাড়াও ওয়াগনারের উচ্চ পদস্থ কর্মকর্তা দিমিত্রি উটকিন ছিলেন।









মন্তব্য