ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৩-০৭-০৯ ০১:৪৩:৪৩
মনোহরদীতে মাত্র ৩৪৫ টাকা বিদ্যুৎ বিল বকেয়ার জন্য এক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরে সে গ্রাহকের কাছ থেকে ৬৯০ টাকা বিদ্যুৎ বিল আদায় করে পুনঃসংযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে জানা যায়, পল্লী বিদ্যুতের মনোহরদী জোনাল অফিসের আওতায় মনোহরদী বাজারের মোহাম্মদ আলী নামের এক গ্রাহকের অব্যবহৃত সংযোগে ৩৪৫ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়ে। যার বই নম্বর- ৫৪০/১১৭৫। ওই গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারকারী ভাড়াটে লাল মিয়া জানান, তার ব্যবসা মন্দার কারণে ২/৩ মাস ধরে তার বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না। ফলে বিদ্যুৎ বিলের দিকে তার তেমন নজরও ছিলো না। এ সময় তার ২ মাসের বিদ্যুৎ বিল হিসেবে ৩৪৫ টাকা আসে। আর এ টাকার জন্য বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। পরে দ্বিগুণ টাকা আদায় করে পুনঃসংযোগ দেয়া হয়েছে তকে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের মনোহরদী জোনাল অফিসের ডিজিএম আজিজুর রহমান সরকার জানান, পল্লী বিদ্যুতের বিধি বিধান অনুসরন করেই এ গ্রাহকের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছ। পরে পুনঃসংযোগ দেয়া হয়েছে। এখানে কোন অনুরাগ-বিরাগের সুযোগ ছিলো না।