ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৫-০১ ১১:১০:২০




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৫-০১ ১১:১০:২০




  • রাজনীতি
  • বোরকা পরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা.

বোরকা পরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

kzqghvva

বোরকা পরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

kzqghvva


ডেইলি বাংলা টাইমস: কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় এই ঘটনা ঘটে। দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জামাল হোসেন তিতাস উপজেলার নোয়াগাঁও জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয়দের বরাতে ওসি আলমগীর হোসেন ভূইয়া বলেন, নিহত জামাল হোসেনের বাড়ি তিতাস উপজেলায়। তিনি দাউদকান্দির গৌরীপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। রোববার রাত ৮টার দিকে মহিলাদের বোরকা পরে তিনজন দুর্বৃত্ত রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও বলেন, ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তার তদন্ত চলছে। নিহতের পরিবার ঢাকা থেকে এলে মামলা নেওয়া হবে। 









মন্তব্য