ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৩-০৩-০৩ ০১:৫৪:১০
ডেইলি বাংলা টাইমস: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনের নামে আরেকটা কারসাজি করতে পারলে জনগণের দুর্ভোগ আরো বাড়বে। এখনই সময় লড়াই করার। চূড়ান্ত আঘাত এখনই করতে হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সিভিল রাইট্স সোসাইটির (বিসিআরএস) উদ্যোগে দৈনিক দিনকালসহ বন্ধ সকল মিডিয়া খুলে দেওয়ার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ১৯৭৫ সালে এই আওয়ামী লীগ বাকশাল কায়েম করে মাত্র চারটি পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়েছিল। ওই সময়ের বাকশালকেও হার মানিয়েছে শেখ হাসিনার বাকশাল।
তিনি বলেন, বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এই সরকার দিনকাল বন্ধ করে দেবে- এটা তো খুবই স্বাভাবিক।
মান্না বলেন, এই ফোর-টুয়েন্টি সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নাই। এরা মিথ্যুক, এরা ভণ্ড, এরা প্রতারক, এরা ডাকাত, এরা সারা দেশের মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এখন সময় এসেছে- রাজপথে আসুন। সমস্ত দলগুলোকে একই দাবিতে একই সময় আন্দোলন করতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।