ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৩-০১-১৪ ১৬:০০:০০
ডেইলি বাংলা টাইমস: ফুটবল বিশ্বকাপ জিতলেও ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে লিওনেল মেসিদের উপর। তাদের বিরুদ্ধে আচরণগত গুরুতর অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা। বিশ্বকাপ জয়ের পর উৎসব করতে গিয়ে মেসিরা স্টেডিয়ামের সম্পত্তি নষ্ট করেছেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখি হতে পারে বিশ্বজয়ীরা।
এ ছাড়া আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের বিরুদ্ধেও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। বিশ্বকাপের সেরা গোলরক্ষক হওয়ার কারণে সোনার গ্লাভস জেতার পরে সেটি নিয়ে অশালীন ভঙ্গি করেন তিনি। সেই আচরণ নিয়ে ফিফার কাছে অভিযোগ জমা পড়েছে।
শুধু ফুটবলার কিংবা ফুটবল দলই নয়, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধেও তদন্তে নেমেছে ফিফা। মিডিয়া রুলস এবং মার্কেটিংয়ের নিয়ম-নীতিও ভঙ্গ করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তবে তদন্তের কোনও সময়সীমা নির্দিষ্ট করে দেয়নি ফিফা।
এছাড়া বিশ্বকাপে খেলা আরও তিনটি দেশ মেক্সিকোকেও জরিমানা করেছে ফিফা। পোল্যান্ড এবং সৌদি আরবের বিরুদ্ধে খেলা চলাকালীন বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন মেক্সিকোর সমর্থকরা। তাই সে দেশের ফুটবল ফেডারেশনকে ১ লাখ ৭৮৪০ ডলার জরিমানা করা হয়েছে। সার্বিয়াকেও জরিমানা করা হয়। সে সঙ্গে চিলিকে নিয়ে অশালীন মন্তব্য করায় প্রায় ২২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ইকুয়েডরকে। এসব দেশকে দর্শকহীন স্টেডিয়ামে খেলতেও বাধ্য করা হতে পারে ভবিষ্যতে।