ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১০-০২ ১৬:৪২:১০




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১০-০২ ১৬:৪২:১০




  • আন্তর্জাতিক
  • নৌবহরে হামলা: ইসরাইলের সঙ্গে সব কূটনীতি বহিষ্কার করল কলম্বিয়া.

নৌবহরে হামলা: ইসরাইলের সঙ্গে সব কূটনীতি বহিষ্কার করল কলম্বিয়া

kzqghvva

নৌবহরে হামলা: ইসরাইলের সঙ্গে সব কূটনীতি বহিষ্কার করল কলম্বিয়া

kzqghvva


অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তায় ত্রাণবাহী জাহাজ আটকে দেওয়াকে কেন্দ্র করে কলম্বিয়া থেকে পুরো ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধিদলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

জানা গেছে, অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেয়ার চেষ্টাকারী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে কলম্বিয়ার দুই নাগরিককে আটকের পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।


বৃহস্পতিবার বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।


ইসরাইলি অবরোধ ভেঙে গাজায় ত্রাণ পৌঁছে দেয়ার আন্তর্জাতিক উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ক্রুদের অংশ ছিলেন ম্যানুয়েলা বেদোয়া এবং লুনা বারেতো নামের দুই কলম্বিয়ান।


গ্লোবাল মুভমেন্ট টু গাজার এক বিবৃতি অনুসারে, ফ্লোটিলা গাজা উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছানোর পর ইসরাইলি সামরিক বাহিনী অবৈধভাবে অনেককে আটক করে।


প্রেসিডেন্ট পেত্রো সামাজিক মাধ্যম এক্সে সতর্ক করে বলেছেন, যদি প্রতিবেদনগুলো (আটকের) সত্য হয়, তবে এটি নেতানিয়াহুর একটি ‘নতুন আন্তর্জাতিক অপরাধ’ হিসেবে বিবেচিত হবে। 


চলতি সপ্তাহের শুরুতে, ইসরাইলের সাথে বাণিজ্য চুক্তি স্থগিত করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।


যদিও পেত্রো ২০২৪ সালের মে মাসেই ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন। আর এবার অবশিষ্ট ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধিদের অবিলম্বে কলম্বিয়ার ভূখণ্ড ত্যাগ করারও নির্দেশ দিলেন।


পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি আদালতসহ অন্যান্য আদালতে মামলা দায়ের করবে বলেও ইঙ্গিত দিয়েছেন গুস্তাভো পেত্রো।


এছাড়া কলম্বিয়ার আইনি দলকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।









মন্তব্য