ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-৩০ ১৬:১৫:৪৯




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-৩০ ১৬:১৫:৪৯




  • আইন-আদালত
  • জুলাই আন্দোলন দমন নিয়ে নতুন ফোনালাপ ফাঁস, বিদ্যুৎ বন্ধের চিন্তাও ছিল হাসিনার.

জুলাই আন্দোলন দমন নিয়ে নতুন ফোনালাপ ফাঁস, বিদ্যুৎ বন্ধের চিন্তাও ছিল হাসিনার

kzqghvva

জুলাই আন্দোলন দমন নিয়ে নতুন ফোনালাপ ফাঁস, বিদ্যুৎ বন্ধের চিন্তাও ছিল হাসিনার

kzqghvva


চব্বিশের জুলাই আন্দোলনের সময়কার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগ্নিসংযোগের দায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ওপর চাপানো এবং প্রয়োজনে বিদ্যুৎ পর্যন্ত বন্ধ করার চিন্তা ছিল তার। সম্প্রতি গণমাধ্যমের হাতে আসা সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের রেকর্ডে উঠে এসেছে এ তথ্য। কথোপকথনটি গত বছরের ২৪ জুলাইয়ের বলে জানা গেছে।


রেকর্ডে শোনা যায়, প্রতিমন্ত্রী বিপু জ্বালানি বিল পরিশোধের বিষয়ে আশ্বস্ত করলে শেখ হাসিনা সেটি সংবাদে প্রকাশ করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ছাত্রলীগের সংশ্লিষ্টতা আড়াল করে বিএনপি ও জামায়াতকে দায়ী করার বিষয়টিও গুরুত্ব দিয়ে প্রচারের নির্দেশ দেন। হাসিনার ভাষ্য অনুযায়ী, বিদেশে খবর যাচ্ছে যে ছাত্রলীগ অগ্নিসংযোগ করছে, অথচ তারা নাকি মার খেয়ে ফিরে এসেছে, তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বিপু বলেন, সকাল থেকে তিনি সাংবাদিকদের নিয়ে ঢাকার নানা এলাকা ঘুরেছেন, কিন্তু প্রচারের জন্য পর্যাপ্ত ভিজ্যুয়াল উপস্থাপন করা যায়নি। তার উত্তরে হাসিনা নির্দেশ দিয়ে বলেন, আমি যা বলি শুনো, ‘থোরাসা হাদিয়া দে দো’।


ফোনালাপে বিদ্যুৎ বন্ধ করার হুমকির প্রসঙ্গও উঠে আসে। বিপু বলেন, তিনি বিএনপি-জামায়াত সন্ত্রাসী কথাটি বাদ দিয়ে অন্য অংশ রেখেছেন। এর জবাবে শেখ হাসিনা নির্দেশ দেন, “কাটলে বলবা তোদের বিদ্যুৎ বন্ধ করে দেব।”


এদিকে সোমবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা জানিয়েছেন, ওই সময়কার নির্দেশনা গোপন রাখতে শেখ হাসিনার চারটি নম্বরের প্রায় এক হাজার কলরেকর্ড ৫ আগস্ট মুছে ফেলা হয়। তার দাবি, সেদিন সন্ধ্যায় ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর সার্ভার থেকে কল রেকর্ড ও মালিকানার তথ্য সরিয়ে ফেলা হয়। এজন্য সরাসরি লোক পাঠানো হয়েছিল। বর্তমানে ডিজিটাল প্রমাণ উদ্ধারের চেষ্টা চলছে।


তিনি আরও জানান, একই সময়ে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয়েছিল। তদন্ত দল ধাপে ধাপে প্রমাণ সংগ্রহ করছে এবং শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।









মন্তব্য