ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-০৯-২৫ ১৮:১৫:০৫
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ হিসেবে তিনি দাবি করেন, গত বছরের ছাত্র আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনকে দিল্লি ভালোভাবে নেয়নি।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ইউনূস সরাসরি মন্তব্য করেন, “আমাদের এখন ভারতের সঙ্গে সমস্যা আছে, কারণ তারা পছন্দ করেনি ছাত্ররা যা করেছে।” তিনি অভিযোগ করেন, ভারতের গণমাধ্যম থেকে “ভুয়া খবর”ও “প্রচারযুদ্ধ”চলছে, যা আন্দোলনকে ভুলভাবে ইসলামপন্থী আন্দোলন হিসেবে তুলে ধরছে।
ইউনূস আরও অভিযোগ করেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, যাকে তিনি “সমস্যার উৎস”বলে আখ্যা দেন। তার ভাষায়, “ভারত হাসিনাকে আশ্রয় দিচ্ছে, যিনি সমস্যা তৈরি করেছেনৃএটাই দুই দেশের মধ্যে উত্তেজনার কারণ।”
গত বছরের আগস্টের ছাত্র আন্দোলনের পর থেকেই বাংলাদেশে বেড়ে ওঠা ভারতবিরোধী বক্তব্য, বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে বিতর্কিত মন্তব্য, দিল্লিকে উদ্বিগ্ন করেছে। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়েও একাধিকবার উদ্বেগ জানিয়েছে ভারত।
সার্ক ও আসিয়ান প্রসঙ্গ
আঞ্চলিক সহযোগিতা জোট সার্ক পুনরুজ্জীবনের প্রশ্নেও ভারতকে দায়ী করেন ইউনূস। তিনি বলেন, “সার্ক কাজ করছে না, কারণ এটি এক দেশের রাজনীতির সঙ্গে মেলে না।”
একইসঙ্গে তিনি বাংলাদেশকে আসিয়ান-এ অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেন। তার মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে একীভূত হলে বাংলাদেশের উন্নয়ন অনেক দ্রুত এগোবে।
এসময় নির্বাচন প্রসঙ্গে নিউইয়র্কে ইউনূস জানান, তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এতে ১২ কোটি ৬০ লাখ ভোটার ১৫ বছর পর প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।