ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৩-৩১ ১৩:৪৭:৩৮




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৩-৩১ ১৩:৪৭:৩৮




  • জাতীয়
  • আনন্দ, ঐতিহ্য ও উৎসবের ছোঁয়ায় পালিত হচ্ছে ঈদ.

আনন্দ, ঐতিহ্য ও উৎসবের ছোঁয়ায় পালিত হচ্ছে ঈদ

kzqghvva

আনন্দ, ঐতিহ্য ও উৎসবের ছোঁয়ায় পালিত হচ্ছে ঈদ

kzqghvva


 

পবিত্র ঈদুল ফিতর ঢাকায় এক ব্যতিক্রমী আনন্দ ও উৎসবের আমেজ নিয়ে আসে। সারা দেশের মতো রাজধানী ঢাকাও ঈদের দিন এক অন্যরকম রূপ ধারণ করে। ভোর থেকেই ঢাকাবাসী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে ঈদের নামাজে অংশ নেন লাখো মুসল্লি। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।


 



এ বছর ঈদকে আরও উৎসবমুখর করতে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এই মিছিলে ঢাকার ৪০০ বছরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হয়, যা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরও বর্ণিল হয়ে ওঠে। রাজধানীর শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদুল ফিতরের জামাত শেষে সকাল ৯টায় সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল, যা শেষ হয় সংসদ ভবনের সামনে এসে। মিছিলে সুসজ্জিত পাঁচটি শাহী ঘোড়া, ১৫টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র ছিল। এছাড়া সুলতানি-মোগল আমলের ইতিহাসচিত্র সম্বলিত পাপেট শো আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়।  

 


ব্যস্ত রাজধানী ঈদকে ঘিরে শান্ত, নির্মল ও উচ্ছ্বাসে ভরা থাকে। সবার মুখে হাসি, গায়ে নতুন পোশাক, আর হৃদয়ে আনন্দের ঢেউ। এসব কিছুই ঈদ উদযাপনের অপরিহার্য অংশ। ধর্মীয় আবহে পরিপূর্ণ এই দিন শুধু আনন্দই নয়, ভালোবাসা, পারস্পরিক সৌহার্দ্য এবং সামাজিক বন্ধনের প্রতীক হিসেবেও কাজ করে।









মন্তব্য