ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০২-২৫ ১৭:৩৮:০০




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০২-২৫ ১৭:৩৮:০০




  • রাজনীতি
  • রাজপথে ভূমিকা রাখা প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ.

রাজপথে ভূমিকা রাখা প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ

kzqghvva

রাজপথে ভূমিকা রাখা প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ

kzqghvva


অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তিনজন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই। তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত সাড়ে ছয় মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করছে। হয়ত আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি। কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারে একটা স্ট্যাবিলিটি এসেছে।


‘ব্যক্তিগতভাবে মনে করি, সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। ছাত্র-জনতার কাতারে থাকা প্রয়োজন,’ বলেন সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা। এসময় নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে সেখানে তার অংশগ্রহণ করার অভিপ্রায় আছে।


উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল। নতুন রাজনৈতিক দল গঠন এবং সেখানে তার নেতৃত্ব দেওয়া নিয়েই মূলত পদত্যাগের বিষয়টি সামনে আসতে থাকে। ইতোমধ্যে ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সে জন্যই নাহিদ ইসলাম আজ পদত্যাগ করলেন।









মন্তব্য