ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০১-২০ ১২:৪৯:২১




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০১-২০ ১২:৪৯:২১




  • জাতীয়
  • উৎপাদনে পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র.

উৎপাদনে পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র

kzqghvva

উৎপাদনে পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র

kzqghvva


পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পটুয়াখালীতে নির্মিত আরএনপিএল ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হয়। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি থেকে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।


কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন জানিয়েছেন, ধাপে ধাপে প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। মার্চ মাসের মধ্যে দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট) থেকে উৎপাদন শুরুর লক্ষ্যে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।


বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ উৎপাদন শুরুর মাধ্যমে দেশের বিদ্যুৎ পরিস্থিতি আরও উন্নত হবে।


চীনা নির্মাণ প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল ও রাষ্ট্রীয় মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালের আগস্টে ৯৫০ একর জমিতে কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়।


এই প্রকল্প দেশের বিদ্যুৎ খাতের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিকূলতা সত্ত্বেও কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উচ্ছ্বসিত।









মন্তব্য