ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-০১-১৮ ০১:৪২:১২
গুমের ঘটনাগুলো তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি দেওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। শুক্রবার (১৭ জানুয়ারি) প্রকাশিত সংস্থার বার্ষিক প্রতিবেদন "ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৫" এ এ তথ্য তুলে ধরা হয়েছে।
সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, এবং মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচারে গুলিবর্ষণের কারণে এক হাজারের বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। বিশেষত, গুমের ঘটনার বিচার, সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ এবং বিচারিক প্রক্রিয়ার উন্নয়নের প্রতিশ্রুতি প্রশংসিত হয়েছে।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, "বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করছে। তবে এই অগ্রগতি স্থায়ী করতে আন্তর্জাতিক সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার অত্যন্ত জরুরি।"
প্রতিবেদনের ৫৪৬ পৃষ্ঠায় শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশদভাবে তুলে ধরা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অধীনে বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নত করার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।