ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১২-১৩ ১৭:৪৮:০৫




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১২-১৩ ১৭:৪৮:০৫




  • রাজনীতি
  • তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে কী আলোচনা হলো বিএনপির, জানালেন খসরু.

তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে কী আলোচনা হলো বিএনপির, জানালেন খসরু

kzqghvva

তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে কী আলোচনা হলো বিএনপির, জানালেন খসরু

kzqghvva


 সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে। এ বৈঠকে বাংলাদেশের বিচার ব্যবস্থা, বিদেশে পালিয়ে যাওয়াদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির’ সঙ্গে সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি ১৬ সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এ কথা জানান।


বিচার ব্যবস্থা ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক রাখা সম্ভব না জানিয়ে খসরু বলেন, প্রতিনিধি দলের সঙ্গে সঠিক বিচারের প্রত্যাশা, বাংলাদেশের বিচার ব্যবস্থা, যারা বিদেশে পালিয়ে গেছেন তাদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাসহ নানা বিষয়ে বিষয়ে আলোচনা হয়েছে।


বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তুরুস্কে ১২ হাজারের মধ্যে চার হাজার জাজকে বরখাস্ত করা হয়েছে। তাদের অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে কি করা হবে সেসব বিষয়েও আলোচনা হয়েছে।









মন্তব্য