ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১২-১০ ১৬:৫৭:৫২




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১২-১০ ১৬:৫৭:৫২




  • আইন-আদালত
  • অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত.

অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

kzqghvva

অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

kzqghvva


অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে, ২০১৩ সালের ১৭ নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় তারেকের বন্ধু ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।

পরে দুদক তারেক রহমানকে খালাস দেয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট ২০১৬ সালের ২১ জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করেন।









মন্তব্য