ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১২-০৪ ১৭:৩৫:৩৫




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১২-০৪ ১৭:৩৫:৩৫




  • অর্থনীতি
  • পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ.

পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ

kzqghvva

পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ

kzqghvva


পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ। আগামী মাসেই এই চিনি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। এর মধ্য দিয়ে কয়েক দশক পর পাকিস্তান থেকে এত বিপুল পরিমাণ চিনি দেশে আসছে।  মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ, যা আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এর আগে ভারত থেকে চিনি আমদানি করে আসছিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুমোদনের পর এই বছর কম-বেশি ৬ লাখ টন চিনি রফতানির চুক্তি করেছে পাকিস্তানের চিনিশিল্প।

এর মধ্যে ৭০ হাজার টন চিনি পাকিস্তান থেকে পাঠানো হবে মধ্য এশিয়ার দেশগুলোতে। থাইল্যান্ড পাকিস্তানের চিনি শিল্প থেকে ৫০ হাজার টন চিনি কিনেছে। 

প্রতিবেদন অনুসারে, চিনি রফতানি থেকে পাকিস্তান ৪০০-৫০০ মিলিয়ন ডলার আয় করবে। মূলত, চিনি শিল্প দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য একটি প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শিল্প হয়ে উঠেছে।









মন্তব্য