ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১১-১৩ ২২:২৫:০০




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১১-১৩ ২২:২৫:০০




  • খেলা
  • প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ.

প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ

kzqghvva

প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ

kzqghvva


গত বছর মালদ্বীপের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করেছিল বাংলাদেশ। তবে এবার আর তা হলো না। একের পর এক সুযোগ মিস করেও গোলের দেখা পেলেন না রাকিব-মোরসালিনরা। ১৮তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। তারপর আর ম্যাচে ফেরা হয়নি বাংলাদেশের। শেষ পর্যন্ত মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়েন হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

বুধবার (১৩ নভেম্বর) মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে বসুন্ধরা কিংস অ্যারেনায় নেমেছিল বাংলাদেশ। জামাল ভূঁইয়াকে ছাড়া ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ছিল কাবরেরার শিষ্যরা। একের পর আক্রমণ করেছে, তবে ফিনিশিংটা যে ঠিকঠাক হয়নি। উল্টো ১৮তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

হামজা মোহাম্মদের ফ্রি-কিকে বক্সের ভেতরে একেবারে ফাঁকায় ছিলেন আলী ফাসির। পোস্টের সামনে থেকে অনায়াসেই হেডে বল জালে জড়ান এই ফুটবলার। একেবারে আনমার্কিং থাকায় গোলরক্ষক মিতুল মারমার তখন কিছুই করার ছিল না।

এর আগে পরে বাংলাদেশ একাধিক সুযোগ পেয়েছে। কিন্তু রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমরা সেসব সুযোগ কাজে লাগাতেই পারেননি। ওদিকে মোরসালিন আহমেদও রীতিমতো নিজের ছায়া হয়েই ছিলেন। যার ফলে এই অর্ধে আর গোল পায়নি বাংলাদেশ। বিরতিতে যেতে হয় পিছিয়ে থেকে।


সে ধারা বিরতির পরেও বদলায়নি। বাংলাদেশ একের পর এক সুযোগ তৈরি করে গেছে। তবে সেসব গোলমুখে গিয়ে আলোর দিশা পায়নি। যার ফলাফল ওই প্রথমার্ধে ধারার বিপরীতে হজম করা গোলটা আর শোধ করা হয়নি। ম্যাচটা তাই দলকে শেষ করতে হয়েছে হার দিয়ে।









মন্তব্য