ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৮-২২ ০১:৪৭:৪২




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৮-২২ ০১:৪৭:৪২




  • রাজনীতি
  • দেড় মাস পর বাসায় ফিরলেন খালেদা জিয়া.

দেড় মাস পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

kzqghvva

দেড় মাস পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

kzqghvva


প্রায় দেড় মাস রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় বাসায় ফিরেন তিনি।

এর আগে এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ৮ জুলাই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার ছয় দিন পর আবারও একই হাসপাতালে ভর্তি হন।

গত ২৩ জুন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়ার বুকে সফলভাবে পেসমেকার স্থাপন করেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর থেকে তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকরা।

গত বছরের ২৬ অক্টোবর খালেদা জিয়ার পেট ও বুকে পানি জমে যাওয়া ও লিভারে রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপ্যাটিক পোর্টোসিস্টেমিক শান্ট (টিপস প্রসিডিউর) নামে পরিচিত হেপাটিক প্রক্রিয়া সম্পন্ন করেন যুক্তরাষ্ট্রের তিন বিশেষজ্ঞ চিকিৎসক।









মন্তব্য