ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৩-০৩ ০০:০৪:৪২




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৩-০৩ ০০:০৪:৪২




মক্কায় হাজিদের জন্য ১৮৬০ ভবন নির্মাণ

মক্কায় হাজিদের জন্য ১৮৬০ ভবন নির্মাণ


চলতি বছরের হজযাত্রীদের জন্য মক্কায় ১ হাজার ৮৬০টি আবাসিক ভবনকে লাইসেন্স দিয়েছে সৌদি আরব। আসন্ন হজ মৌসুমে এসব ভবনে প্রায় ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন। খবর আরব নিউজ।


স্থানীয় সময় শুক্রবার (১ মার্চ) চলতি বছরের হজের জন্য ভিসা ইস্যু শুরু করেছে দেশটি। আগামী ২৯ এপ্রিল ভিসা প্রদান শেষ হবে। আগামী ৯ মে থেকে হজযাত্রীরা হজের উদ্দেশে সৌদি আরবে আসতে শুরু করবেন।

 আরব নিউজ জানায়, মক্কায় হজযাত্রীদের থাকার জন্য অনুমোদিত আবাসিক ভবনের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, আগামী ৮ মে পর্যন্ত ভবনের মালিকদের কাছ থেকে লাইসেন্সের জন্য আবেদন নেয়া হবে।


এদিকে আগামী জুনে অনুষ্ঠিতব্য হজ মৌসুমকে ঘিরে নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি আরব। হজবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ বলেন, ‘এবার সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে দেশভিত্তিক নির্দিষ্ট স্থান বরাদ্দ দেয়া হবে না’।


গত বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মুসলিম মক্কায় হজ পালন করতে আসেন। করোনা মহামারির পর গত বছরই সর্বোচ্চসংখ্যক হজযাত্রী মক্কায় এসেছে। এবার আরো বেশি মানুষ হজ করতে আসবেন বলে ধারণা করছে দেশটি।









মন্তব্য