ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২২-১২-১৫ ১৬:০০:০০
ডেইলি বাংলা টাইমস:
চট্টগ্রাম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গিল-পূজারার সেঞ্চুরিতে ২ উইকেটে ভারত ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য ৫১৩ রানের টার্গেট পায় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলে বিনা উইকেটে ৪২ রান তুলে টাইগাররা। ফলে জিততে হলে শেষ দুই দিনে বাংলাদেশের দরকান ৪৭১ রান।
রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলে ১২ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। হতাশার এই দিনটিতে সুখবর হলো কোনো উইকেট হারাতে হয়নি টাইগারদের। আর রান এসেছে ৪২। ব্যাট হাতে ৪২ বল খেলে ২৫ রানে নাজমুল হোসেন শান্ত ও ৩০ বলে ১৭ রানে অপরাজিত রয়েছেন জাকির হোসেন।
এর আগের দিনের শুরুতে বাংলাদেশকে দ্রুত অলআউট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। দুই ওপেনারের কল্যাণে ভালো সূচনা পায় সফরকারীরা। ওপেনিং জুটিতে আসে ৭০ রান। ২৩ রানে ফেরেন লোকেশ রাহুল।দ্বিতীয় উইকেট জুটিতে শুবমান গিল ও চেতেশ্বর পূজারা মিলে গড়েন ১১৩ রানের জুটি। ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন গিল। ফেরেন ১১০ রানে।
এরপর দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন পূজারা। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি। অপরাজিত থাকেন ১০২ রানে। আর ১৯ রানে অপরাজিত থাকেন কোহলি।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন ও তৃতীয় সেশনে ব্যাট করে ধুঁকছিল। দ্বিতীয় দিনের খেলায় হারিয়েছে আটটি উইকেট। তুলেছিল ১৩৩ রান। তৃতীয় দিনের খেলায় আজ ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মেহেদি হাসান মিরাজ ও ইবাদত হোসেন। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি ইবাদত। ব্যক্তিগত ১৭ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এদিকে শেষ উইকেটে খালেদ আহমেদকে সঙ্গে নিয়ে কয়েক ওভার ব্যাট করেন মিরাজ। কিন্তু মিরাজও পারেননি বেশিক্ষণ থাকতে। ৮২ বলে ২৫ রান করে আউট হন। আর শূন্যরানে অপরাজিত থাকেন খালেদ।