ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৬-১২ ১৯:১৯:৪১




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৬-১২ ১৯:১৯:৪১




  • রাজনীতি
  • শেখ হাসিনা বুদ্ধিমতী হলে ১০ দফা মেনে নেবেন : গয়েশ্বর.

শেখ হাসিনা বুদ্ধিমতী হলে ১০ দফা মেনে নেবেন : গয়েশ্বর

kzqghvva

শেখ হাসিনা বুদ্ধিমতী হলে ১০ দফা মেনে নেবেন : গয়েশ্বর

kzqghvva


ডেইলি বাংলা টাইমস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, আমরা যে কথা বলতেছি তা কি আপনারা শুনছেন না। এই সংলাপ তো প্রতিদিনই হচ্ছে। আমি বলব শেখ হাসিনা যদি বুদ্ধিমতী হন তাহলে আপনি দশ দফা মেনে নেবেন। আগামীতে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কালীন সরকারের ব্যবস্থা করবেন। এর মাধ্যমেই আপনারা অন্তত একটু হলেও বাংলাদেশে চলাচল করতে পারবেন। এর বাইরে অন্য কোনো পথ খোলা নেই।

সোমবার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্বাধীনতা ঐক্য পরিষদ আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার এখন আমেরিকার ভিসা নীতির আতঙ্কে আছে। আর সরকারের নিরাপদে প্রস্থানের একটা মাত্র পথ খোলা আছে। আর সেটা হচ্ছে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। সরকার যদি এসবের সঙ্গে দশ দফা দাবি মেনে নেয় তাহলেই নিরাপদে প্রস্থান করতে পারবে। 

তিনি বলেন, মানুষের অধিকার ও গণতন্ত্রের কথা বলার জন্য যারা গুম হয়েছেন এবং আইনের শাসন ফিরে পাওয়ার জন্য যারা গুম হয়েছেন তাদের বিচার এ দেশে হবে। আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা শুধু অধিকার আদায়ের জন্য লড়াই করছি না। এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে আমরা কোনোদিন আপস করব না এই সরকারের সঙ্গে। এই অস্তিত্বের লড়াই করতে যারা যেখানেই আছেন বা যেই পরিচয়েই আছেন তারা আমাদের বন্ধু। বাংলাদেশ ডাকাতের খপ্পরে পড়েছে মন্তব্য করে আলাল বলেন, বাংলাদেশকে এই ডাকাতের খপ্পর থেকে রক্ষা করতে হলে শুধু জামায়াত ইসলাম কেন, রাজপথে যারাই থাকবে আমরা মনে করব তারা ন্যায়ের পথে এবং সংগ্রামের পথে আছে। কিছুদিন আগেও আমরা সরকারের বিভিন্ন মন্ত্রীদের মুখে শুনেছি জামায়াত ইসলাম নিষিদ্ধ। সে অবস্থার মধ্যে জামাতের সঙ্গে এমন কি হলো বা এমন কোন গোপন চুক্তি হলো যে জামাতে ইসলামকে কর্মসূচি পালন করতে দেওয়া হলো। যাই হোক আমরা এতে খুশি কারণ ডাকাত তাড়াতে যারাই আমাদের সঙ্গে থাকবে তারাই আমাদের বন্ধু। হোক সেটা জামাত, হোক সেটা কমিউনিস্ট বা অন্য কোন দল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা ঐক্য পরিষদের আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির।









মন্তব্য