ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৬-০১-২৪ ১৭:২২:৫২




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৬-০১-২৪ ১৭:২২:৫২




  • রাজনীতি
  • শিশুদের বিকাশে প্রাথমিক শিক্ষায় গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান.

শিশুদের বিকাশে প্রাথমিক শিক্ষায় গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান

Staff Repoter

শিশুদের বিকাশে প্রাথমিক শিক্ষায় গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান

Staff Repoter


শিশুদের সঠিক শিক্ষা প্রদান ও যথাযথ বিকাশের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনেক বেশি যোগ্য ও দক্ষ করে তুলবে বলে অঙ্গীকার করেছেন তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় তারেক রহমান বলেন, ‘আমাদের শিক্ষা নিয়ে যে রিলস বানিয়েছেন। ওইখানে আপনারা বলেছেন প্রাইমারি শিক্ষা নিয়ে আমরা কী কাজ করেছি। সামাজিক মূল্যবোধ নিয়ে কিন্তু স্কুলে শেখাতে হবে। এ জন্য আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি। তিনি আরো বলেন, ‘আমরা প্রাইমারি শিক্ষকদের মোর কোয়ালিফাই করতে চাচ্ছি, তাদের ট্রেনিং দিতে চাচ্ছি। যে ট্রেনিংটার মধ্যে একাডেমিক ট্রেনিং থাকবে, একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধ আছে এই বিষয়গুলোও বাচ্চাদের শেখাতে হবে।’ সাইবার বুলিং নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘আমরা যদি বাচ্চাদের ছোটবেলা থেকে শেখায়, এইটা সঠিক, এইটা ভুল; এইটা সাদা, এইটা কালো; এইভাবে যদি আমরা বাচ্চাদের শেখাতে পারি আমার ধারণা একটা পর্যায়ে গিয়ে তাদের মাথায় ঢুকে যাবে কোনটা ন্যায় কোনটা অন্যায়।’









মন্তব্য