ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৬-০১-২০ ০০:৫২:২৭




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৬-০১-২০ ০০:৫২:২৭




  • রাজনীতি
  • যশোরে বাবা পরিত্যক্ত আফিয়াকে বাড়ি করে দিলেন তারেক রহমান.

যশোরে বাবা পরিত্যক্ত আফিয়াকে বাড়ি করে দিলেন তারেক রহমান

Staff Repoter

যশোরে বাবা পরিত্যক্ত আফিয়াকে বাড়ি করে দিলেন তারেক রহমান

Staff Repoter


 


যশোরের বাউলিয়া চাঁদপাড়া গ্রামের অতি ফর্সা বা ‘অ্যালবেনিজম’ আক্রান্ত শিশু আফিয়াকে নতুন ঘর করে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পূর্ব প্রতিশ্রুত ঘরটি আফিয়ার পরিবারকে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন।


তারেক রহমান বলেন, “দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল-মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আগামীর রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য।” তিনি আরও জানান, ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ মানুষকে শক্তিশালী করা হবে, খাল কাটা কর্মসূচি চালু হবে, পানির কষ্ট দূর করা হবে এবং গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।


তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে এবং ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে।


নতুন ঘর পাওয়ায় আবেগ আপ্লুত হন আফিয়ার মা মনিরা খাতুন। তিনি তারেক রহমানসহ সকলকে ধন্যবাদ জানান। স্থানীয় বাসিন্দা ও তৃণমূল বিএনপি নেতৃবৃন্দও সন্তুষ্টি প্রকাশ করেন।



প্রসঙ্গত, শিশুটি জন্ম নেয়ার পরই তার বাবা মোজাফফর হোসেন আফিয়াকে স্বীকার করেননি। স্ত্রী ও সন্তানের অমানবিক প্রত্যাখ্যানের কারণে মা মনিরা খাতুন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন। গণমাধ্যমে খবর প্রকাশের পর তারেক রহমান পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।



হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।









মন্তব্য