ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-১১-১১ ১৬:৩৫:০৩
পুরানা পল্টন মোড় ঘিরে চারদিকের সড়ক এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে আন্দোলনরত আটটি ইসলামী দলের পাঁচ দফা দাবিতে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে এই বিপুল জনসমাগম ঘটে। অফিস খোলা থাকার কারণে সমাবেশ ঘিরে চারদিকের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
পুরানা পল্টন থেকে জিরোপয়েন্টমুখী সড়কে উত্তরমুখে একটি অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। উত্তরে নাইটিঙ্গেল হয়ে কাকরাইল, পশ্চিমে প্রেস ক্লাব হয়ে হাইকোর্ট এবং পূর্ব দিকে দৈনিক বাংলা থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। উপস্থিত আছেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানসহ আট দলের শীর্ষ নেতারা।