ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১০-০৫ ১৭:২৫:৪১




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১০-০৫ ১৭:২৫:৪১




  • জাতীয়
  • ‘স্বাক্ষর করেই দায় শেষ নয়, সনদ বাস্তবায়নও লাগবে’.

‘স্বাক্ষর করেই দায় শেষ নয়, সনদ বাস্তবায়নও লাগবে’

kzqghvva

‘স্বাক্ষর করেই দায় শেষ নয়, সনদ বাস্তবায়নও লাগবে’

kzqghvva


জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করেই দায় শেষ নয়, সংস্কার বাস্তবায়নও লাগবে।রোববার (৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের আগে এ কথা বলেন তিনি।

 আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজকে চতুর্থ সভা। প্রক্রিয়ায় অনুঘটকের কাজ করছি। বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে প্রস্তাবনা দেওয়া হয়েছে।

 এর আগে ছয়টি প্রক্রিয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাবনা দেবে। রাজনৈতিক দলগুলো একমত হলে সুপারিশ করা হবে সরকারের কাছে।

 কমিশনের সহ-সভাপতি বলেন, শেষ বিচারে বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার এবং দলগুলোর। ঐকমত্য তৈরি হলে দ্রুততার সঙ্গে তা সম্ভব হবে।সকালে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, সবার স্বাক্ষরিত রাজনৈতিক দলিল করতে তাগিদ দিয়েছেন ড. ইউনূস। কারা স্বাক্ষর করবেন, তাদের নামসহ থাকবে।

 ১৫ অক্টোবরের কাছাকাছি সময়ে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদের স্বাক্ষর সমাপ্ত করতে চান জানিয়ে আলী রীয়াজ বলেন, সামনে নির্বাচন, সবার ব্যস্ততা রয়েছে। তাই ১৫ অক্টোবরের আগেই শেষ করতে চাই।রাজনৈতিক দলগুলো একমত হলে বিশেষজ্ঞদের সঙ্গে আর বসার প্রয়োজন হবে না বলেও জানান ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।  তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের দায় অর্পিত হয়েছে। শুধু সনদ স্বাক্ষর করাই দায় শেষ নয়। এই সংস্কার বাস্তবায়ন করতে হবে।









মন্তব্য