ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-২৮ ১৭:৪২:৪৭




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-২৮ ১৭:৪২:৪৭




  • স্বাস্থ্য
  • ডেঙ্গুতে আরও চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ শতাধিক.

ডেঙ্গুতে আরও চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ শতাধিক

kzqghvva

ডেঙ্গুতে আরও চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ শতাধিক

kzqghvva


এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, রোববার (২৮ সেপ্টেম্বর) শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চারজন। একই সময়ে নতুন করে ৮৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জনে।


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে দুইজন এবং ঢাকা দক্ষিণ সিটিতে আরও দুইজনের মৃত্যু হয়েছে।


হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার বাইরের জেলাগুলো থেকেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী এসেছেন। বিভাগওয়ারি হিসাবে ঢাকার বাইরের জেলাগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল বেশ বেশি। বরিশাল বিভাগে ১৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৪ জন, খুলনা বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন। শুধু রাজধানী ঢাকাতেই নতুন করে ভর্তি হয়েছেন ২০৯ জন—এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ৯৭ জন ও দক্ষিণ সিটিতে ১১২ জন।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৬ হাজার ৫১ জন।


গত বছরের তুলনায় চলতি বছর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম হলেও ডেঙ্গুর ঝুঁকি এখনও ব্যাপকভাবে বিরাজ করছে। ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন এক হাজার ৭০৫ জন, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। সে বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


বিশেষজ্ঞরা বলছেন, শহর ও গ্রাম উভয় এলাকায় এডিস মশার প্রজনন ক্ষেত্র নিয়ন্ত্রণ না করা গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।









মন্তব্য