ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-০৯-২৩ ১৬:১২:১২
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনি প্রতীক হিসেবে ‘শাপলা’ পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শাপলা প্রতীক না পাওয়ার কারণ হিসেবে সচিব বলেন, কমিশনের নতুন ১১৫ টি প্রতীক যে তালিকা আছে, সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে দলহুলোকে ইসির যে সংরক্ষিত প্রতীক আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হয়। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়?
সচিব আরও জানান, প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে। নিষ্পত্তি হতে হবে ইসি ও দলের সম্মতিতে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলমান আছে। নিবন্ধন–সংক্রান্ত নথিপত্র এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। তবে প্রতীক সংক্রান্ত সমন্বয় কার্যক্রম এরইমধ্যে এক ধাপ এগিয়েছে।
তিনি জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এসব আলোচনার সময়সূচি নির্ধারণ করা হবে।
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমও এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন সচিব। তিনি বলেন, প্রতিদিন নতুন খবর তৈরি করা যায় না। তবে আমরা নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপে গণমাধ্যমকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করছি।
ভোটিংসহ আচরণবিধি ও প্রতীক তালিকা অনুমোদন হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।