ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৭-২২ ১৯:৫৮:২৩




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৭-২২ ১৯:৫৮:২৩




  • স্বাস্থ্য
  • একদিনে ৩ জনের মৃত্যু, ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি ৪৪৪.

একদিনে ৩ জনের মৃত্যু, ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি ৪৪৪

kzqghvva

একদিনে ৩ জনের মৃত্যু, ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি ৪৪৪

kzqghvva


বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত একদিনে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৪৪ জন ডেঙ্গু রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতাল ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগের বাইরে ৬৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৪০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১ জন, খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৩৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন, যার মধ্যে ৯৫২ জন ঢাকার বাইরে এবং বাকি ঢাকায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত মোট ১৭ হাজার ৬৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। এই বছরে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা ১৮ হাজার ২৬। এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪০২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬২৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাখ এক হাজার ২১৪ এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। তুলনামূলকভাবে, ২০২৩ সালের একই সময়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের।

ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং সচেতনতার উপর জোর দিতে স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে।









মন্তব্য